• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লাহোরে যাত্রাবিরতি করায় মোদির কাছে টাকা দাবি পাকিস্তানের

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০০
অনলাইন ডেস্ক

রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতার যাওয়ার পথে লাহোরে যাত্রাবিরতি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য পাকিস্তান ভারতের কাছে দুই লাখ ৮৬ হাজার রুপি দাবি করেছে।

ভারতের তথ্য অধিকার আইনে জানা যায়, ২০১৬ সালের জুন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, কাতার, অস্ট্রেলিয়া, পাকিস্তান, রাশিয়া, ইরান, ফিজি ও সিঙ্গাপুর সফর করেন মোদি।

সম্পর্কিত খবর

    ২০১৫ সালের ২৫ ডিসেম্বর এমন এক সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুরোধে অল্প সময়ের জন্য লাহোরে যাত্রাবিরতি করেন মোদি। তখন তিনি রাশিয়া ও আফগানিস্তান সফর সেরে দেশে ফিরছিলেন।

    শরিফ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যান শরিফের রাওয়ালপিন্ডির বাসভবনে, যেখানে তার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। কিন্তু বিমানের যাত্রাপথ পরিবর্তনের জন্য পাকিস্তান এক লাখ ৪৯ হাজার রুপির বিল দেয় ভারতীয় হাইকমিশনকে।

    এ ছাড়া ২০১৬ সালের ২২-২৩ মে ইরান যাওয়ার পথে যাত্রাপথ বদলের জন্য ৭৭ হাজার ২১৫ রুপি, ওই বছরের ৪-৬ জুন কাতার যাওয়ার সময় একই কারণে ৫৯ হাজার ২১৫ রুপির বিল দিয়েছে পাকিস্তান সরকার। দুই সফরেই মোদিকে যেতে হয় পাকিস্তান ভূখণ্ডের ওপর দিয়ে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close