• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা শিশুদের পাশে ছাত্রলীগ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১০ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। পাঁচ হাজার শিশুর মধ্যে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ।

সম্পর্কিত খবর

    রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত থেকে এসব খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

    ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গাদের জন্য পাঁচ মাস ধরে ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প চলছে। এখান থেকে বিনামূল্যে তাদের ওষুধ দেয়া হয়। এছাড়া অন্যান্য সাহায্যের জন্য মনিটরিং সেল রয়েছে।’

    এস এম জাকির হোসাইন বলেন, ‘যে বইগুলো রোহিঙ্গা শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে তার সবগুলো বার্মিজ ভাষার বই। রোহিঙ্গা শিশুরা যাতে তাদের মাতৃভাষা ভুলে না যায়, ফিরে গিয়ে যাতে তাদের ভাষা ও সংস্কৃতিতে অন্য সবার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতে পারে সে জন্য বই বিতরণ করা হয়েছে।’

    কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    /আজাদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close