• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা সমাধান মিয়ানমারের হাতে: জাতিসংঘ

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের হাতেই রোহিঙ্গা সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন জাতিংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপো গ্রান্ডি। তীব্র এই সংকটে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যও কামনা করেন তিনি।

গ্রান্ডি বলেন, ‘আমরা বারবারই বলে আসছি, এই সংকট নিরসনে মিয়ানমারের ভেতর থেকে সমাধান আসতে হবে। তবে যতদিন তা হচ্ছে না, ততদিন বাংলাদেশকে পর্যাপ্ত সহায়তা দিতে হবে।’

সম্পর্কিত খবর

    মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। জেনেভা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন তিনি।

    ইউএনএইচসিআরের এই প্রধান বলেন, মানবিক ও অর্থ সাহায্য অব্যাহত রাখতে হবে। তবে দীর্ঘমেয়াদে সহায়তার জন্য স্থানীয় অবকাঠামো ও অর্থনীতি ঢেলে সাজাতে হবে। রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি বলেও মন্তব্য করেন এই জাতিসংঘ কর্মকর্তা।

    গ্রান্ডি বলেন, ‘তাদের পালিয়ে আসার কারণ এখনো সমাধান করা যায়নি। এ ব্যাপারে আমরা তেমন কোনো অগ্রগতিও দেখিনি।’

    /এনএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close