• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাশ্মির সীমান্ত উত্তপ্ত, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৪ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০০
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি। আর তারই জের ধরে এবার পাকিস্তান সরকার কাশ্মির সীমান্তে তার দেশের সেনা অবস্থানের ওপর অব্যাহত হামলা এবং ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দিয়ে বলেছে, কাশ্মির এলাকা কিংবা সীমান্তে যেকোনো ঘটনা ঘটলে ভারতীয় কর্মকর্তারা কোনো তথ্য প্রমাণ ছাড়াই সেসবের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা চালান। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ভারত সরকার আসলে সেদেশে কাশ্মিরি জনগণের আন্দোলন দমনের চেষ্টা করছে।

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, সম্প্রতি ভারতের একটি সেনা ঘাঁটিতে একদল সশস্ত্র ব্যক্তির হামলায় সাত সেনা নিহত হলে ভারতের কর্মকর্তারা অভিযোগ করেন এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত ছিল।

    এদিকে কাশ্মির সীমান্তে এ দুই দেশের সেনারা একের অপরের মুখোমুখি অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, যতদিন কাশ্মির নিয়ে বিরোধের অবসান না ঘটবে ততদিন পর্যন্ত সীমান্ত এলাকায় দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতেরও অবসান ঘটবে না।

    /এনএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close