• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভিন্ন ভাষায় কীভাবে বলবেন ‘তোমায় ভালোবাসি’

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩১ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৪
অনলাইন ডেস্ক

বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ যথার্থই লিখেছিলেন, ‘ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না...’

সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা। ‘আমি তোমাকে ভালোবাসি’। শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। প্রিয় মানুষকে এই রোমান্টিক শব্দ কয়টি বলা কিংবা তার মুখ থেকে শোনা দুটিই সুমধুর। এই তিন শব্দেই মানুষ তাদের ভালোবাসা, আকাঙ্খা, স্নেহ, প্রশংসা সবকিছুই অন্যের কাছে প্রকাশ করে। এটি ভালোবাসার মানুষের কাছে যেন ‘বিশেষ একটা কিছু’।

সম্পর্কিত খবর

    শুধু বাংলা নয়, বিশ্বের বিভিন্ন ভাষাতেও হৃদয় ছুঁয়ে যায় এই শব্দ। এই একটি কথাকে প্রিয় মানুষের কাছে প্রকাশ করার জন্য কবি সাহিত্যিকসহ গুণীজনরাও ব্যবহার করেছেন নানা কথামালা, নানা ভঙিমা। তাই বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসার কথাও জানাতে পারেন একটু ভিন্নভাবে।

    এ ক্ষেত্রে ইয়োরডিকশনারি অবলম্বনে জেনে নিন পছন্দের মানুষকে ভিন্ন ভাষায় কীভাবে বলবেন ‘তোমায় ভালোবাসি’-

    আরবি- আনা উহিবুকা

    ডেনিস- জেগ এলস্কার ডিগ

    ডাচ- ইক হো ভান জো

    ফিনিশ- মিনা রাকাসটান সিনুয়া

    ফ্রেন্স- জে টেইম

    ডাচ-ইচ লিবি ডিচ

    গ্রিক- সাগাপো

    হাওয়াইয়ান- আলোহা আও আইয়াও

    আতালিয়ান- টি আমো

    জাপানিজ-আইশিটেরু

    কোরিয়ান- সারাং হাই

    মান্দারিন- ও আই নি

    পোলিশ-কোসাম সাইবি

    পর্তুগিজ- ইউ তি আমো

    রোমানিয়ান- টি ইউবেস

    রুশিয়ান- ইয়া লুবলু টেবা

    স্লোভাক- লুবিম টা

    স্পেনিশ- টি কুয়েরো

    ছোয়াহিলি- নাকু পেণ্ডা

    সুইডিশ- ডাক আল্সকার ডিগ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close