• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়ার শাস্তি কম হয়েছে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬
আদালত প্রতিবেদক
ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেছেন, এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলাম। কিন্তু সেই তুলনায় কম শাস্তি হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সম্পর্কিত খবর

    মোশারফ হোসেন কাজল বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সাজা না হলেও আমরা রায়ে সন্তুষ্ট।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। মামলার অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close