• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৮, ১৩:১৭
মালয়েশিয়া প্রতিনিধি

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও স্যাটেলাইট চ্যানেল নিউজ২৪ এর সিইও নঈম নিজামের বিরুদ্ধে হয়রানি মুলক মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া(বিপিসিএম) ৷

১৫ জানুয়ারি সোমবার সোমবার স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী কুয়ালামপুরের জালান ইম্বি রসনা বিলাস রেস্টুরেন্টে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন,"দেশে বিভিন্ন সময় সংবাদিকদের উপর এমন মিথ্যা মামলা নিয়মিত হয়ে যাচ্ছে যা দুঃখ জনক ৷ সাংবাদিকদের পেশা গত স্বাধিনতাকে রুদ্ধ করার জন্যই মিথ্যা মামলা দেয়া হয় ৷ এটি আসলে গণতন্ত্রকে আঘাত করার সামিল ৷ সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিতে মহামান্য আদালতের প্রতি আহবান জানিয়েছেন প্রেস ক্লাবের নেতারা।

সম্পর্কিত খবর

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সদস্য বাংলা টিভির মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ব্যুরোচীফ গোলাম রববানি রাজা, সহ সভাপতি ফটো সাংবাদিক এম,ফরহাদ হোসেন, সহ-সভাপতি,প্রবাসী দিগন্তের সম্পাদক আবুল হাসনাত, যুগ্ন সাধারন সম্পাদক,প্রবাসী দিগন্তের নির্বাহী সম্পাদক কাজী আশারাফুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক,নিউজ২৪ এর মালয়েশিয়া প্রতিনিধি,শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক প্রবাস কথার মালয়েশিয়া প্রতিনিধি শাহরিয়ার তারেক,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ফারজানা সুলতানা, মিলেনিয়াম টিভির মালয়েশিয়া প্রতিনিধি আলাউদ্দিন সিদ্দিকী,প্রেসক্লাব সদস্য বদিউজ্জামান শাহীন,জাকির আহমেদ রাজু ও রফিকুল ইসলাম ৷

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close