• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাওনের বয়ানে হুমায়ূন, আসছে বইমেলায়

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৭, ১১:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

হুমায়ূনের ‘বায়োপিক’ চলচ্চিত্র ‘ডুব’ নিয়ে দর্শকরা গভীর ডুব না দিতে পারলেও সেই বিতর্ক উস্কে দিতেই যেন এবার বইমেলায় আসছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক বই। হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকারে বইটি লিখছেন কবি শোয়েব সর্বনাম।

বইটি হুমায়ূন আহমেদের জীবনের নানান অপ্রকাশিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে। বইটি প্রসঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, বইটির লেখকের সঙ্গে হুমায়ূন আহমেদের অনেক অজানা কাহিনী নিয়ে খোলামেলা আলাপ হয়েছে।

সম্পর্কিত খবর

    এ ব্যাপারে কবি শোয়েব সর্বনাম বলেন, হুমায়ূনের জীবনে প্রেম, সম্পর্ক ও অনেক আলোচিত বিষয় নিয়ে খোলাখুলি আলাপ করেছেন শাওন, যা পাঠকদের আগ্রহের খোরাক জোগাবে।

    পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র হুমায়ূনের ‘জীবনী নির্ভর’- এ বিতর্ক এখনও অমীমাংসিত। ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’, দাবি করে শাওন ছবিটি বন্ধের দাবি জানিয়েছিলেন।

    পরে কিছুটা সেন্সরের কাচিতে কাটা পড়ে মুক্তি পায় ‘ডুব’। ছবিটি মুক্তির মাস দুয়েকের মধ্যেই হুমায়ূনের ‘অজানা অধ্যায়’ নিয়ে বই প্রকাশের খবর এলো। ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে।

    বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক আবদুর রাজ্জাক

    /সাজ্জাদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close