• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পুলিশের আচরণে ‘ফেনী স্টাইল’ নির্বাচনের আলামত দেখছেন রিজভী

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ১৫:৪৫ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পুলিশের বেপরোয়া আচরণ ও হয়রানিতে ‘ফেনী স্টাইল’ নির্বাচনের আলামত দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেছেন, পুলিশের বেপরোয়া আচরণ ও হয়রানিতে আবারও ‘ফেনী স্টাইল’ নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতার পাহাড়ি ঢলের মতো ধেয়ে চলেছে দেশব্যাপী। গতকালও ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ, ফেনী, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অর্ধশতাধিক নেতাকর্মীকে বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুমের পর এখন দিনরাত বাড়িতে বাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় সারা দেশকে দাস শিবিরে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন আগে সিইসি বলেছিলেন-বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, গত দুদিন আগে আরেকজন কমিশনার বললেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন- পৃথিবীর কোনো দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। বাংলাদেশেও শতভাগ স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে না।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আসন্ন নির্বাচন নিয়ে তাদের বক্তব্য এক আশঙ্কাজনক অশনি সংকেত। সিইসি ও ইসির বক্তব্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের অনিয়ম ও ভোট ডাকাতিতে উৎসাহিত করবে।

রিজভী বলেন, তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য শপথ নিয়েছেন, কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে তারা শপথ ভঙ্গ করেছেন। যে বক্তব্য অবৈধ শাসকগোষ্ঠীকেই উৎসাহ জোগাবে।

/এসএম

রিজভী,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close