• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরাজগঞ্জে ধানের শীষ নিয়ে লড়তে চান ৩৮ মনোনয়ন প্রত্যাশী

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১৫:৩৮
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন। প্রতিটি আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান। বৃহস্পতিবার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এতথ্য নিশ্চিত করে জানান, সকাল পর্যন্ত দলের ৩৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ (কনক চাঁপা), কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অ্যাডভোকেট রবিউল হাসান ও টি, এম তহজিবুল এনামতুষার।

সম্পর্কিত খবর

    সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে দু’জন মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার সহধর্মিণী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, গোলাম মোস্তফা ও রাকিবুল আলম মিয়া অপু।

    সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গার একাংশ) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, সাবেক এমপি আকবর আলী, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিমকি ইমাম খান, সাবেক এমপি অ্যাডঃ শামছুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল, শরফুদ্দিন মঞ্জু ও জাহিদুল ইসলাম মিষ্টার।

    সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৮ জন মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন, সাবেক এমপি মেজর (অব) মঞ্জুর কাদের, কেন্দ্রীয় তাঁতীদলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাবেক এমপি শহীদুল্লাহ খানের ভাতিজা গোলাম মওলা খান বাবলু, চৌহালী উপজেলা বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আলমামুন ও সাবেক চেয়ারম্যান মাহফুজা খানম ও শামসুল হুদা।

    সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পত্র তুলেছেন ৯ জন। এরা হলেন- সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস, সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে অধ্যাপক ড. এম এ মুহিত, উপজেলা বিএনপির সভাপতি শহীদ মাহমুদ গ্যাদন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান মনির, পৌর বিএনপির সভাপতি কে.এম তারিকুল ইসলাম আরিফ, জাহাঙ্গীর হোসেন শামীম, অ্যাড. হুমায়ুন কবির ও ছাত্রনেতা শফিকুল ইসলাম।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close