• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘একশ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন প্রধানমন্ত্রী’

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ১৭:২৯
নীলফামারী প্রতিনিধি

আগামী প্রজন্মের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, উন্নয়ন থেমে থাকে না। ধরণও বদলায়। প্রধানমন্ত্রী একশ বছরের যে পরিকল্পনা হাতে নিয়েছে তার সুফল ভোগ করবো আমরাই এবং আমাদের সন্তানেরা। দেশের পর্যাপ্ত উন্নয়নের জন্য একটি সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হয় তাহলেই উন্নয়ন বাস্তবে রূপ লাভ করবে।

সম্পর্কিত খবর

    সোমবার বিকেলে(০৫ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাঁদেরহাট ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    উদাহরণ টেনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলে আসাদুজ্জামান নূর বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সে দেশে ১৮বছর ক্ষমতায় ছিলেন। যার কারণেই ওই দেশের উন্নয়ন আজ বিশ্বের মধ্যে আলোচিত।

    নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, মঙ্গা (অভাব) দূর করার জন্য শিল্পায়ন এবং কৃষিকে গতিশীল করার দরকার সেটি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

    তিনি আরও বলেন, নীলফামারী থেকে মঙ্গা মুছে দিয়েছেন। হয়েছে শিল্পায়ন। গতিশীল হয়েছে কৃষিক্ষেত্র। ভর্তূকি দিয়ে কৃষকদের সার দেয়া হচ্ছে। এখানকার উৎপাদিত ফসল চাহিদা মিটিয়ে অন্য এলাকায় যাচ্ছে চাহিদা মেটাতে।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close