• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি নেতা বক্কর-শামীম রিমান্ডে

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৩৩
চট্টগ্রাম প্রতিনিধি

আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর পর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপির দুই নেতার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত দুই নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে

    জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

    তিনি বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নগর গোয়েন্দা পু্লিশ মাহাবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুস সত্তার, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট সিরাজুল আসলাম, অ্যাডভোকেট ইরফানুল হক, অ্যাডভোকেট নেজাম উদ্দিন|

    গত ২১ অক্টোবর (রোববার) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে জামিন নিতে যান। পুলিশের অভিযোগ, রায়ের পর আমীর খসরুকে প্রিজন ভ্যানে তোলার সময় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হেসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। তখন বিএনপির নেতাকর্মীদের হামলায় কোতোয়ালি থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close