• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ শিগগিরই

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ২১:৩২
নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচন সামনে রেখে বাম দলগুলো ইতোমধ্যে বেশ কয়েকটি জোট গড়েছে। এর মধ্যে গণতান্ত্রিক বাম মোর্চা ও যুক্তফ্রন্ট আগেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। সিপিবি নেতৃত্বাধীন গণতান্ত্রিক বাম জোটের পর সর্বশেষ ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে বাম ঐক্যফ্রন্ট নামে একটি জোট।

এ জোটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন এ চারটি দল রয়েছে। বাকি বামদল নিয়ে আরও একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে অচিরেই।

সম্পর্কিত খবর

    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২১ অক্টোবর এ নতুন জোটের আত্মপ্রকাশ হতে পারে। এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), মজদুর পার্টি, স্বাধীনতা পার্টি, বাংলাদেশের শ্রমিক ফেডারেশন, জাতীয় বিপ্লবী পার্টি ছাড়াও বিভিন্ন জোট থেকে দুএকটি দল এই জোটে আসতে পারে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close