• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘শেখ হাসিনাকে এখন ফলো করছেন বিশ্বনেতারা’

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১৪:৫৪ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:৫৮
নীলফামারী প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রা জানতে এখন বড় বড় দেশগুলোর নেতারা শেখ হাসিনাকে ফলো করছেন।

বুধবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে ‘কিশোর কিশোরী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, নারীদের সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করণ ছাড়াও মেধার মূল্যায়নও করেছেন নারীদের। যার উদাহরণ হিসেবে দেখা যায় বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে নারীদের পদচারণা।

    তিনি বলেন, নারীদের এগিয়ে যাওয়ায় বাঁধা হিসেবে বাল্য বিবাহ দাঁড়ালেও এর জন্য দায়ী অবিভাবকরা। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ইউনিসেফের রংপুর ও রাজশাহী অফিস প্রধান নাজিবুল্লাহ হামিম, আরডিআরএস’র পরিচালক হুমায়ুন খালিদ, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল উপস্থিত ছিলেন।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close