• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি’

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৭ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা শুধু আন্দোলন করব, নির্বাচনে যাব না, এটা ঠিক না। দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি পেলে আমরা নির্বাচনে যাব। আর সেই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি মিথ্যা মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি এবং ২০ দলের দাবি মেনে নেওয়া; সেই সঙ্গে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি যাবে। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা গ্রহণ করব না। বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি একসময় চাকরি হারিয়েছিলেন। শেখ হাসিনা তাকে নিয়ে এসেছেন তার উপকারের জন্য।

তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি, খালেদা জিয়ার মুক্তি এবং ২০ দলের দাবি মেনে নেওয়া। দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে আর এটির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপি নেতা বলেন, খা‌লেদা জিয়া ভীষণভা‌বে অসুস্থ। তার চি‌কিৎসার জন্য যে সরকার গঠিত বোর্ড, তা‌দের ম‌ধ্যে তিনজনই আওয়ামী লী‌গের। তারাও ব‌লে‌ছেন, খা‌লেদা জিয়া খুবই অসুস্থ, অবিলম্বে তাকে হাসপা‌তালে স্থানান্তর করতে হ‌বে। সেটাও করা হয় নাই।

/অ-ভি

নির্বাচন,বিএনপি,ভাইস চেয়ারম্যান,শামসুজ্জামান দুদু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close