• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বাংলাদেশের মানুষ পরিবর্তনের একটা সুযোগ চায়’

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১৪:১৬
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানুষ পরিবর্তনের একটা সুযোগ চায় বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, অনেকে আমার কাছে প্রশ্ন করেন আপনারা নির্বাচনে যাবেন নাকি? আমরা যদি নির্বাচনে না-ই যেতে চাই তাহলে নিরপেক্ষ নির্বাচন কেন চাচ্ছি। নির্বাচন কমিশনের পুনর্গঠন কেন চাচ্ছি। নির্বাচনের সময় সেনা মোতায়েনই বা কেন চাচ্ছি। নির্বাচনে যাব বলেই তো এসব চাই।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। তবে এই সরকারের অধিনে নির্বাচনের নামে সিটি করপোরেশনের মতো কোনো প্রহসনে যেতে চাই না। কারণ নির্বাচনে যদি মানুষ ভোট দেয়ার সুযোগ না পায় তাহলে জনগণ যে পরিবর্তন চান সেটা তারা করতে পারবেন না।

এসময় বিএনপির এ নেতা বলেন, আমরা আগামী নির্বাচনে যাব। তার আগে ইনশাআল্লাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন। তাকে নিয়েই নির্বাচনে যাব। কিন্তু তার মুক্তির জন্য আমাদের সবাইকে রাজপথে কঠোর আন্দোলন করতে হবে।

/অ-ভি

বাংলাদেশ,মানুষ,পরিবর্তন,সুযোগ,বিএনপি,স্থায়ী কমিটি,নজরুল ইসলাম খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close