• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি নির্বাচনে আসবে, আশা সিইসির

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৪:১৯
নিজস্ব প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমি এখনো আশা করি বিএনপি নির্বাচনে আসবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভালো থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচন নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিন সিটিতে বাড়তি কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাড়তি ব্যবস্থার প্রয়োজন হয় না। আইনের কোনও পরিবর্তন হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সকাল ১১টা ১০ মিনিটে বৈঠক শুরু হয়। সিইসির সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/অ-ভি

বিএনপি,নির্বাচন,কে এম নূরুল হুদা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close