• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় বিএনপি’

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৮, ১৪:০৩
হবিগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি.কে গউছ বলেছেন, বিদেশি কোন প্রভুকে ধরে ক্ষমতায় যেতে চাই না। জনগণের ভোটে আগামী সহায়ক সরকারের নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে বিএনপি বদ্ধপরিকর।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কে গেলেই পুলিশি বাঁধার মুখে বেশিদুর যেতে পারেনি।

মেয়র গউছ বলেন- মানুষের জানমাল হুমকির মুখে ঢেলে দিয়ে তাদের আপোষে রাজি হননি বলেই আমাদের নেত্রী আজ কারাগারে।

পুলিশ বাহিনীকে উদ্দেশ্যে করে মেয়র গউছ বলেন- আপনার আজ যাদের পাহারা দিচ্ছেন তারা জনবিচ্ছিন্ন। তাই তাদের কথায় যখন তখন লাফালাফি করবেন না। আমরা ধর্য্য ধারণ করছি, এর মানে এই নয় আমরা দুর্বলতা প্রকাশ করছি। এতো বাঁধার পড়েও একদিনের নোটিশে হাজার হাজার নেতাকর্মীকে আমরা একত্রিত করতে পারি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম, জেলা যুবদল সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পদক জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ।

/পি.এস

বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close