• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, থানা যুবলীগ সভাপতি আটক

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১১:৪২
সাভার প্রতিনিধি

সাভারের বিরুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানা যুবলীগ সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাইসেন্সকৃত ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সাভার থানা যুবলীগ সভাপতি সেলিম মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যা ও বিরুলিয়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস।

এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার ও পূর্বের কোন্দলকে কেন্দ্র করে রাতে সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডল ও বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যার মধ্যে সংঘর্ষে বাধে। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ফাঁকা গুলি বিনিময় হয়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, রাতে বিরুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে লাইসেন্সকৃত ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আ.লীগ,সংঘর্ষ,যুবলীগ,আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close