• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খুব শিগরই গণতন্ত্রের সূর্যোদয় হবে: মওদুদ

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৬:২৯ | আপডেট : ১২ জুন ২০১৮, ১৬:৩৩
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী সংসদ নির্বাচন এবং আন্দোলনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, সবাইকে ধৈর্য এবং ঐক্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বাংলাদেশে খুব শীঘ্রই গণতন্ত্রের সূর্যোদয় হবে।

সম্পর্কিত খবর

    এসময় তিনি আরো বলেন, সকল দলের অংশ গ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আশাবাদী। কিন্তু এখন পর্যন্ত, অবাধ, পক্ষপাতশূন্য, সুষ্ঠু নির্বাচনের পরিবশে সৃষ্টি হয়নি।

    মঙ্গলবার (১২ জুন) সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরস্থ মওদুদ আহমদ’র বাসভবনে উপজেলার চরহাজারী ইউনিনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

    চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরনবী বাবুল’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল কালাম আজাদ’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগির, উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাবেল, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহ সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close