• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘ফখরুল লন্ডনে বৈঠকই করেননি, ভুড়িভোজও করেছেন’

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৫:২২ | আপডেট : ১২ জুন ২০১৮, ১৫:২৮
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের সমালোচনা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামির সাথে শুধু বৈঠকই করেননি, ভুড়িভোজও করেছেন। ওখানে বসে কী ষড়যন্ত্র করছে তা খতিয়ে দেখতে হবে।

মঙ্গলবার (১২ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সেদিকে মনোযোগী না হয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশিদের কাছে বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছে।

অন্যদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ নোমান সরকারের সমালোচনা করে বলেন, ব্যাংকখাতে লুটপাট নিয়ে কথা বলা যাবে না। চুরি করলে চোর বলা যাবে না। এটা কোন মহারাজার দেশে বাস করছি?

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল, কোন হদিস নাই, জবাবদিহিতা নাই। তদন্ত কমিটি হলো রিপোর্ট প্রকাশ করলো না। তাহলে তদন্ত কমিটি কেন করলেন? যাদের নাম প্রকাশ করতে পারলেন না তারা কি রাষ্ট্র চালায়? তারা কি রাষ্ট্রের চাইতে ক্ষমতাধর?

অভি

বিএনপি,মির্জা ফখরুল ইসলাম,খালিদ মাহমুদ চৌধুরী,.
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close