• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'এবার এরশাদ একাই খেলবেন'

প্রকাশ:  ১১ মে ২০১৮, ১৪:২৮ | আপডেট : ১১ মে ২০১৮, ১৬:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার বলেছেন ‘এরশাদ সাহেবকে নিয়ে এখন আর কেউ খেলতে পারবেন না। এরশাদ সাহেবই এবার দুই দলকে নিয়ে খেলবেন।’

বৃহস্পতিবার (১০ মে) চ্যানেল আই-এর ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মানুষ ক্ষমতায় থাকলে ভাবে না ক্ষমতা ছাড়লে তার কী হবে? তারেক রহমানেরও একই অবস্থা, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন রাজপুত্র ছিলেন। একবারও ভাবেননি ক্ষমতা ছাড়লে তাদের অবস্থা কী হবে?

দিলারা খন্দকার বলেন, ‘আমার নেতা কিন্তু জেলে থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন। আর জেলে থাকলে নাকি নেতানেত্রীর জনপ্রিয়তা বাড়ে এবং এটা তারা (বিএনপি) বলেছেন, জেলে থেকে নাকি তাদের নেত্রীর জনপ্রিয়তা বেড়েছে। তাই আমি বলবো এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি নির্বাচনে আসুক এবং নির্বাচনে এসে সরকার গঠন করে তাদের নেত্রীকে মুক্ত করুক।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা নিজেদের রাজপথের বিরোধী দল দাবি করে। তাহলে গভমেন্টের সমালোচনা করে গভমেন্টকে ফল করতে পারেন না, জাতীয় পার্টির ঘাঁড়ে ভর করতে চান কেন। -এজেড

এরশাদ,দিলারা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close