• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহী-১ স্বামী-স্ত্রী এমপি প্রার্থী!

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ০৯:২৮
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্ত্রীর নামেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক । মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ব্যারিস্টার আমিনুল হক তার একান্ত সহকারীর মাধ্যমে স্ত্রী আভা হকের নামে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভা হক দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। কোন কারণে ব্যারিস্টার আমিনুল হক নির্বাচনে অংশ নিতে না পারলে তার স্ত্রী আভা হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সাল টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে জঙ্গি মদদদানের অভিযোগ উঠলে দেশ ছেড়ে পালিয়ে যান। তার পরে জঙ্গি মামলায় তার ৩১ বছর সাজা হয়। পরে হাইকোর্ট থেকে তিনি খালাস পান।

/পি.এস

রাজশাহী,স্বামী-স্ত্রী,এমপি প্রার্থী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close