• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে নৌকার হাল ধরতে চান ৪৫ জন

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১৮:৫৮ | আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:১১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৪৩, ৪৪ ও ৪৫) নৌকার হাল ধরতে চান ৪৫ জন। তারা নির্ধারিত সময়ে আওয়ামী লীগকেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলনের পর পূরন করে জমা দিয়েছেন।

ফরম উত্তোলন ও জমাদান বুথে রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষযক কেন্দীয় উপকমিটি সদস্য ওয়ালিউর রহমান তথ্য নিশ্চিত করে তিনি জানান, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে মনোনয়ন চান ১৬ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল উপজেলা) আসনে মনোনয়ন চান ২০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে মনোনয়ন চান ৯ জন।

অর্থাৎ সর্বোচ্চ ২০ জন মনোনয়ন চান চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। আর সর্বনিম্ন ৯ জন মনোনয়ন চান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমানের ৩ সংসদ রয়েছেন।

এরা হলেন, গোলাম রাব্বানী, গোলাম মোস্তফা বিশ্বাস ও আব্দুল ওদুদ। এছাড়া রয়েছেন সাবেক ৩ জন সাংসদ (এর মধ্যে ১জন সাবেক প্রতিমন্ত্রী), ১ জন বর্তমান উপজেলা চেয়ারম্যান, ২ জন সাবেক উপজেলা চেযারম্যান। মনোনয়ন প্রত্যাশী ৪৫ জনের মধ্যে নারী রয়েছেন ৩ জন (এদের ১জন সাবেক সংরক্ষিত সাংসদ)। এছাড়া প্রার্থীদের মধ্যে আ’লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এমনকি সাধারণ সমর্থকরাও রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় সুত্র জানায়, সকল প্রক্রিয়া শেষে আগামী ১৮ বা ১৯ নভেম্বর কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়নের ঘোষণা দেয়া হতে পারে।

/এসএফ

চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close