• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-২০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৫:১৫
মোঃ রাসেল হোসেন, ধামরাই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-২০ ধামরাই আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের ১৮, বিএনপির ৬ ও জাপার ২ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা-২০ ধামরাই আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরা হলেন-বর্তমান সংসদ সদস্য ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনা ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহম্মেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেঘনা ব্যাংকে মহাপরিচালক আলহাজ আব্দুল আলীম খান সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক আইয়ুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী( সি আই পি) পদক প্রাপ্ত ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, সাবেক রাষ্টদুত বীর মুক্তিযোদ্ধা মোঃ সোরহাব হোসেন, ধামরাই পৌর-আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যপক মিজানুর রহমান, ঢাকা জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পদক মোঃ মনোয়ার হোসেন (চুন্নু), বাংলাদেশ আওয়ামী-সেচ্ছা সেবক-লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিস কুমার মজুমদার, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন(সাখু), ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সাবেক মেজর মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মোঃ সোহেল খান, ধামরাই ৬ নং ওয়ার্ডের পৌর-কাউন্সিলর আলহাজ মোহাম্মদ সাহেব আলী, মোঃ সুধীর চৌধুরী, মোঃ মোখলেছুর রহমান হিরু।

গত শুক্রবার থেকে আজ পর্যন্ত এরা সবাই রাজধানী ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সবাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসময় তাদের সাথে ধামরাই উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা সাথে ছিলেন।

তবে ধামরাইয়ে আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করে সবচেয়ে আলোচনা রয়েছে তিন সহোদর এরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহম্মেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক আইয়ুব হোসেন, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ সোরহাব হোসেন ।

বিএনপির মনোনয়ন সংগ্রহ করেন এরা হলেন-সাবেক তিন বারের সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার জিয়া, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন, সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।

জাতীয় পার্টি এখানে মনোনয়ন ফরম ক্রয় করেছেন এরা হলেন- সাবেক দুই বারের নির্বাাচিত সংসদ সদস্য ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ইসরাফিল খোকন, কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন খান মিলন।

/পি.এস

ধামরাই,মনোনয়নপত্র,আসন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close