• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

জামালপুরে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৩:০৬ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৩:০৯
জামালপুর প্রতিনিধি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। শুক্রবার ও শনিবার তারা মনোনয়নপত্র ক্রয় করেছেন। এখনো অনেকে মনোনয়নপত্র ক্রয় করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসন

সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, আওয়ামী লীগ নেতা এম জামান, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ মোকছেদুর রহমান, গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আজিজ।

জামালপুর-২ ইসলামপুর আসন

বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ হ্যাপী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন

সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফজলুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদ তারা, আনিছুর রহমান এলিন ও মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমত আলী।

জামালপুর-৫

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান, জাপান আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী জুয়েল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় শেষ মুহুর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। কে কে পাবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সেই খবর জানতে উন্মুখ হয়ে আছেন জেলাবাসী।

/পি.এস

জামালপুর,মনোনয়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close