• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মনোনয়নপত্র নিলেন মৌলভীবাজারের তিন উপজেলা চেয়ারম্যান

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১৫:৩০ | আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৫:৩২
মৌলভীবাজার প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয় ফরম সংগ্রহ করলেন মৌলভীবাজার জেলার তিন উপজেলা চেয়ারম্যান। এরা হলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার ধর, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

ক্ষমতাসীন দল আ.লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন শুক্রবার (৯ নভেম্বর) সংগ্রহ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। দ্বিতীয় দিন শনিবার (১০ নভেম্বর) মনোনয়ন সংগ্রহ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার ধর। আর শেষ দিন রোববার (১১ নভেম্বর) মনোনয়ন সংগ্রহ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

নিজের সমর্থকদের সাথে নিয়ে ধানমন্ডির দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে থেকে ফরম সংগ্রহ করেন তারা।

মৌলভীবাজার-৪ আসনের বিপরীতে একই নির্বাচনী এলাকার অন্তর্গত পাশাপাশি দুটি উপজেলা ‘শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলা’র চেয়ারম্যান দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এ আসনে বর্তমান এমপি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

অন্যদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের হয়ে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

মনোনয়ন সংগ্রহের পর নিজেদের অভিমত ব্যক্ত করেন এ তিন উপজেলা চেয়ারম্যান।

কেন্দ্রী আ.লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান বলেন- আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে নেত্রী আমায় মূল্যায়ন করবেন। সাধারণ মানুষ মৌলভীবাজার-৪ আসনে পরিবর্তন চায়। সাধারণ মানুষের চাপের মুখে আমি প্রার্থী হয়েছি। আশা রাখি নৌকা পেলে জয়লাভ করব। এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় এ নেতা বলেন-তৃণমূলের মানুষ চায় আমি প্রার্থী হই। বিশাল চা শ্রমিক ভোট ব্যাংক ধরে রাখতে হলে আমাকে প্রার্থী হতে হবে। তাদের অনেক চাওয়া-পাওয়া আমার দ্বারাই সম্ভব পূর্ণ করা।

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব- আমি আশাবাদী আমার কর্মকাণ্ড নেত্রী অবলোকন করে মূল্যায়ন করবেন। আমি ছাড়াও যাকে নৌকা দিবেন তার হয়ে কাজ করব।

এদিকে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম বলেন-১৯৯১ সালে আমার বাবাকে এ আসনটি ছেড়ে দিতে হয়েছে, কেন্দ্রীয় একজন নেতার কারণে। নৌকা প্রতীক পেয়েও কেন্দ্রীয় নেতার কারণে নেত্রীর চিঠির নির্দেশে মাথা পেতে নিয়েছেন। আমি মনে করি সেই বিবেচনায় আমার মমতাময়ী নেত্রী এ আসনে আমায় কাজের সুযোগ করে দিবেন।

এক প্রশ্নের উত্তরে আসম কামরুল বলেন-২০০৯ সালে বিপুল ভোটে কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। গেল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও পাইনি। একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রী আমায় মূল্যায়ন করবেন আশা রাখি।

/পি.এস

মৌলভীবাজার,মনোনয়নপত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close