• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

‘ভোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার পর’

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ২০:৪৭ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:৫০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার পরই ২৩ দলীয় জোট সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

শনিবার (১০ নভেম্বর) রাতে জোটের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সম্পর্কিত খবর

    কর্নেল অলি বলেন, জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আগামী দুই দিনের মধ্যে। আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনও পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে-কলমে রয়ে গেছে। এখনও গ্রেফতার, মামলা অব্যাহত। এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

    নির্বাচনী প্রতীকের ব্যাপারে তিনি বলেন, যদি আমরা নির্বাচনে যাই, তাহলে নিবন্ধিত দলগুলোর প্রতীক হবে নিজ দলের। আর অনিবন্ধিত দলগুলোর প্রতীক হবে বিএনপির প্রতীক। তবে এলডিপি তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবে।

    জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে রোববার নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

    /একে

    ২৩ দলীয় জোট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close