• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৪ নভেম্বরের মধ্যে ব্যানার-পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৭:০৭ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২১:২১
নিজস্ব প্রতিবেদক

প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে আগাম প্রচার-প্রচারণা সংক্রান্ত বিষয়াদি সরিয়ে ফেলতে হবে।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আগামী তিনদিনের মধ্যে দলগুলোকে জোটের তথ্য দিতে হবে। আমরা আজকেই চিঠি দেবো।

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর সদস্যরা নির্বাচন করতে পারবে কি না- এ প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেন, তারা অন্য কোনো দলের প্রতীকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাদেরকে আটকানোর মতো আইন বাংলাদেশে নেই।

অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা নির্বাচন করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনে নেই। কিন্তু কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি কোনো অনিবন্ধিত দলের প্রার্থীকে নমিনেশন দেয়, তাহলে তো আমরা বাধা দিতে পারব না।

/এসএফ

নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close