• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পুরো বিশ্বেই নিকাব নিষিদ্ধ করা উচিৎ’

প্রকাশ:  ০২ জুন ২০১৮, ১৬:১০ | আপডেট : ০২ জুন ২০১৮, ১৬:১৫
তসলিমা নাসরিন

ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া নিষিদ্ধ করেছে নিকাব বা মুখ-ঢাকা বোরখা। এখন ডেনমার্কও করেছে। না, ঘরের ভেতরে নয়। ঘরের ভেতরে যত ইচ্ছে মুখ ঢেকে বসে থাকো, কিন্ত ঘরের বাইরে যখন বেরোবে, যখন রাস্তাঘাটে, অফিস-আদালতে ইস্কুল-কলেজে, বাজারে, মার্কেটে যাবে তখন মুখমন্ডল ঢেকে চলাফেরা করা চলবে না।

মুখ-ঢাকা বোরখা মেয়েদের জন্য শুধু অপমানই বহন করে না, পরিচয় গোপন করার জন্য যে অবয়বহীনতা- তা নিশ্চিতই পথচারীর নিরাপত্তা-বোধ ব্যাহত করে। শুধু ইউরোপের ওই কয়েকটি দেশে নয়, পুরো বিশ্বেই নিকাব নিষিদ্ধ করা উচিত।

নিজের অবয়বহীনতা দিয়ে জনগণকে আতঙ্কগ্রস্ত করা কারও অধিকার হতে পারে না! কোনও আততায়ী বা কোনও পলাতক আসামী বা কোনও আত্মঘাতী বোমারু বোরখার আড়ালে লুকিয়ে আছে কিনা, কারো জানার সাধ্য থাকবে না, এও হতে পারে না।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

তসলিমা নাসরিন,নেকাব,নিষিদ্ধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close