• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রধানমন্ত্রীকন্যা পুতুলকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ১৬:২৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

এর আগে, গত বুধবার গত বুধবার প্যারিসে ইউনেস্কোর দফতরে ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হন সায়মা ওয়াজেদ পুতুল। তাকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি নির্বাচিত করেন জুরি বোর্ডের সদস্যরা।

প্রসঙ্গত, উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার প্রবর্তিত হয়। কুয়েতের আর্থিক সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার। যা একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

/আরাফাত

সায়মা ওয়াজেদ পুতুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close