• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তফসিল পুনঃনির্ধারণ করে ইসির প্রজ্ঞাপন জারি

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ২০:০৭ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:২১
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

পুনঃতফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর (রোববার) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর, যাচাই-বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের দিন ঘোষণা করা হয় ১০ ডিসেম্বর (সোমবার)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৮ নভেম্বরের ঘোষিত নির্বাচনের সময়সূচি আরপিও ১১-এর দফা ১ অনুসারে, তফসিল পুনঃনির্ধারণ করা হলো।

এর আগে, সোমবার সকালে ভোটের নতুন তারিখ (৩০ ডিসেম্বর) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। পরে সন্ধ্যায় এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে ইসি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। সে অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

/আইসা

নির্বাচন কমিশন (ইসি)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close