• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ২০:০৩ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:২৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সৌদি আরবে বন্দি বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছেন সৌদি সরকার। বর্তমানে অবৈধভাবে সৌদিতে প্রবেশের কারণে তাদের আটকে রাখা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে প্রায় শতাধিক রোহিঙ্গা অবৈধভাবে প্রবেশের অভিযোগে সৌদি আরবে বন্দি রয়েছে। তাদেরকে আশ্রয় দিতে নারাজ দেশটি। তবে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে না পাঠিয়ে উল্টো পাঠানো হচ্ছে বাংলাদেশে।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের কয়েক দিন পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে থাকা রোহিঙ্গারা যেহেতু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে এসেছে তাই তাদেরকে বাংলাদেশেই ফেরত পাঠানো হবে।

ওইসব রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক তার প্রমাণ থাকা সত্ত্বেও তাদের মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ এসব রোহিঙ্গারা স্বেচ্ছায় দেশে ফিরছেন উল্লেখকৃত ফর্মে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন। স্বাক্ষরের জন্য তাদের উপর নির্যাতনও করা হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানায়।

তবে এ বিষয়ে এখনও বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ব্যাপারে গত বছর একটি চুক্তি করেছে মিয়ানমার ও বাংলাদেশ। তবে তা এখনও বাস্তবায়ন করা হয়নি। অন্যদিকে মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

/এসএমএ

বাংলাদেশ,সৌদি আরব,রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close