• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কোটা আন্দোলন: আইসিটি মামলায় প্রতিবেদন ১ নভেম্বর

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন চলাকালে উস্কানিমূলক অপপ্রচার চালানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছে। এ মামলায় প্রতিবেদন দাখিলে আগামী ১ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (২৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলে নতুন এ দিন ধার্য করেন।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি, পেইজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত উস্কানিমূলক অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের মনিটরিং করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যানশাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। মনিটরিং শেষে ১১ এপ্রিল কাউন্টার টেররিজমের পুলিশ পরিদর্শক এসএম শাহজালাল রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

    /এসএম

    কোটা আন্দোলন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close