• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্ব সম্প্রদায়কে শিক্ষায় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ফটো

বিশ্ব সম্প্রদায়কে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্থায়ী শান্তি নিশ্চিতের ক্ষেত্রে শিক্ষা হচ্ছে অন্যতম হাতিয়ার। চলুন আমাদের ভবিষ্যত প্রজন্মের শান্তি নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করি।

জাতিসংঘের সদর দপ্তরে ইন্টারন্যাশনাল ফিন্যান্স ফ্যাসিলিটি ফর ইডুকেশনের এক শীর্ষ পর্যায়ের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার মাধ্যমে কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হয়, উপার্জন বাড়ে এবং দারিদ্র নিরসন হয়। অর্থনীতির ক্ষেত্রেও শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক ক্ষেত্রে শিক্ষা প্রাতিষ্ঠানিক এবং সামাজিক সংহতি শক্তিশালী করে। তিনি বলেন, বেসরকারি খাত থেকেও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা উচিত।

শেখ হাসিনা বলেন, ঋনের বদলে বিনিয়োগ করে বোঝা ভাগ করে নেয়ার দায়িত্ব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোরও। এতে করে বিভিন্ন দেশকে শিক্ষার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

তহবিল সুরক্ষায় ইডুকেশন কমিশনের প্রচেষ্টার প্রশংসা করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, বিভিন্ন অংশীদার দেশগুলোকে এই প্রচেষ্টা বাঁচিয়ে রাখতে হবে।

/এসএম

প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close