• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওসমান গনির মৃত্যুতে শেখ হাসিনার শোক

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) প্যানেল মেয়র- ১ মো. ওসমান গণির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ সেপ্টেম্বর) এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মো. ওসমান গনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. ওসমান গনি ইন্তেকাল করেন (ইন্না ------ রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর ওসমান গনির প্রথম নামাজে জানাজা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

/এসএম

শোক,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close