• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাধ্যতামূলক হলো সরকারি কর্মকর্তাদের বিমানের ফ্লাইটে যাতায়াত

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশে সরকারি অর্থে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিমানের রুট না থাকলে অন্য এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে ভ্রমণ করা যাবে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে। খবর বাসস।

সরকারের পরিপত্রে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সমপর্যায়ের সকল পদধারী, সংসদ সদস্য, সাংবিধানিক পদধারী, সরকার কর্তৃক গঠিত কমিশনসমূহের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, মন্ত্রণালয়-বিভাগ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন, সাংবিধানিক সংস্থা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

/এসএম

বিমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close