• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে’

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক

২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিআইপি (শিল্প) ২০১৬ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

নতুন নতুন শিল্প স্থাপনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, নতুন নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলে দেশি উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন। তারা শিল্প স্থাপনের পর জমি ফাঁকা থাকলে তা বিদেশিদের দেওয়া হবে।

তিনি বলেন, এক সময় বাজেট প্রণয়ন করা হতো বিদেশি সহায়তার ওপর ভরসা রেখে। এখন আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী প্রমুখ। এতে ৫৬ জন শিল্প উদ্যোক্তাকে সিআইপি কার্ড দেওয়া হয়।

/অ-ভি

শিল্পমন্ত্রী,আমির হোসেন আমু,উন্নয়ন,বাধাগ্রস্ত,গোষ্ঠী,ষড়যন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close