• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ভবিষ্যতে দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না’

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১২:৫৮
গাজীপুর সংবাদদাতা

বর্তমান সরকারের উন্নয়নের কারণে দেশে দারিদ্রের হার কমে এসেছে দাবি করে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কয়েকদিন পর আর দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে গাজীপুরের তুমলিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নারী-পুরুষ নির্বিশেষে দেশে আপামর জনসাধারণকে মিলে মিশে কাজ করতে হবে।

দরিদ্রদের কোনো দল নেই উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের একমাত্র দল যে সরকার তাদের সহযোগিতা করছে সেটাই। দারিদ্র বিমোচনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

/অ-ভি

বর্তমান,সরকার,উন্নয়ন,মহিলা ও শিশুবিষয়ক,প্রতিমন্ত্রী,মেহের আফরোজ চুমকি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close