• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের ‘সেরা তরুণ বিজ্ঞানী’র খেতাব জিতলেন নাঈম

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১৪:২১ | আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দেশের সেরা তরুণ বিজ্ঞানীর খেতাব জিতেছেন কলেজছাত্র শেখ নাঈম হাসান মুন। দেশে জঙ্গি কার্যক্রম প্রতিরোধে এন্টি টেররিজম নেটওয়ার্ক শিল্ডসহ ১৫টির মতো প্রজেক্ট উদ্ভাবন করেছেন তিনি। ডাক পেয়েছেন নাসাতেও।

যশোর উপশহর এলাকার বাসিন্দা সাংবাদিক রাজেক জাহাঙ্গীরের একমাত্র ছেলে শেখ নাঈম হাসান মুন। বিজ্ঞানের প্রতি প্রবল আকর্ষণ থাকায় সপ্তম শ্রেণিতে অধ্যায়নকালে কানাডার একটি অনলাইন স্কুলে ভর্তি হয়ে সম্পন্ন করেন প্রোগ্রামিং কোর্স।

এরপর ৮ম শ্রেণিতে উদ্ভাবন করেন সবধরণের রাডার ফাঁকি দেয়া ড্রোন। তার এ উদ্ভাবন জেলা, বিভাগ ও সারাদেশে ড্রোন বালকের পরিচয় এনে দেয় তাকে।

তরুণ বিজ্ঞানী শেখ নাঈম হাসান মুন বলেন, 'নাসাতে একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পাই। কিন্তু বয়স, আর্থিক এবং পরিবারের কারণে আর যাওয়া হয়নি।'

দেশে জঙ্গি কার্যক্রম রুখতে এন্টি টেররিজম নেটওয়ার্ক শিল্ড প্রযুক্তির উদ্ভাবন করেছেন এ তরুণ বিজ্ঞানী। তার এ প্রযুক্তি শূন্য দশমিক এক আট সেকেন্ডে তথ্য আদান-প্রদানে যে কোনো ধরণের ব্যক্তিগত নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম।

তরুণ বিজ্ঞানী শেখ নাঈম হাসান মুন বলেন, 'এটি যে কোনো ধরনের এন্টি টেররিজম নেটওয়ার্কের ড্রপ করাতে পারে। এই প্রজেক্ট নিয়ে বাইরে অংশগ্রহণ করার জন্য আমি তৈরি হচ্ছি।'

ইতোমধ্যে ১৫টি প্রজেক্ট উদ্ভাবন করেছেন শেখ নাঈম হাসান মুন। নতুন নতুন প্রযুক্তি আবিস্কারে সক্ষমতা থাকলেও প্রধান অন্তরায় আর্থিক সঙ্কট। এ অবস্থায় সরকারি বেসরকারি সহায়তা কামনা করেছেন তার শিক্ষক ও পরিবার।

শেখ নাঈম হাসান মুনের বাবা রাজেক জাহাঙ্গীর বলেন, 'নতুন কিছু তৈরিতে তার প্রচণ্ড ঝোঁক রয়েছে। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে সেগুলো থমকে যাওয়ার উপক্রম।'

যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মহিবুল আকবার মজুমদার, 'আমরা সকলে এগিয়ে আসলে মুন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মন্ডলে দেশের সুনাম আনতে পারবে।'

যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র শেখ নাঈম হাসান মুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই শাখা আয়োজিত উদ্ভাবক প্রতিযোগিতায় শীর্ষ ১৫ এবং সলভ এ থন প্রতিযোগিতায় শীর্ষ ১০ এ থাকার গৌরব অর্জন করেন।-সূত্র: সময়নিউজ.টিভি

বিজ্ঞানী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close