• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

১৭টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ২১:৫৪
নিজস্ব প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রণয়নের মাধ্যমে ১৭টি পণ্যের মোড়কীকরণে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মির্জা আজম এ তথ্য জানান।

১৭টি পণ্যের মধ্যে রয়েছে- ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুস-খুদ-কুঁড়া।

প্রতিমন্ত্রী বলেন, ‘পাটকল শ্রমিকদের দীর্ঘ দিনের বকেয়া পরিশোধ করে পাটকল উৎপাদনের পরিবেশ সৃষ্টি করেছে। ফলে মিলগুলোতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাটখাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে সরকার জাতীয় পাটনীতি-২০১৮ প্রণয়ন করেছে। বিধি অনুযায়ী পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছে।’

মির্জা আজম,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী,জাতীয় সংসদে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close