• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোচিং-গাইড নিষিদ্ধ করেই চূড়ান্ত শিক্ষা আইন

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ১৯:২২ | আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:২৮
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেছেন, কোচিং ব্যবসা বন্ধসহ নোট ও গাইড বই নিষিদ্ধ করে চূড়ান্ত করা হচ্ছে সমন্বিত শিক্ষা আইন। আগের খসড়ায় যেভাবে কোচিংবন্ধসহ নোট ও গাইড বই নিষিদ্ধ ছিল তা থাকছে সমন্বিত শিক্ষা আইনে।

মঙ্গলবার (৯ জুলাই) আইনের খসড়া পরীক্ষায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক তিনি এসব বলেন।

তিনি বলেন, মন্ত্রিসভার দেওয়া পর্যবেক্ষণ অনুযায়ী আমরা সব আইনগুলোকে সংযোজন করে খসড়া চূড়ান্ত করব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবিত আইনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব এমন আইন, বিধি, প্রবিধান ও রীতি রয়েছে সেসব সমন্বয় করে আইন হবে। তবে এতে সময় লাগবে।

জানা গেছে, শিক্ষা আইনের খসড়া ঠিক করতে মন্ত্রিসভা তিন দফা ফেরত পাঠায় শিক্ষা মন্ত্রণালয়কে। শেষবারে শিক্ষা সংক্রান্ত সব আইন সমন্বয় করতে পর্যবেক্ষণ দেয় মন্ত্রিসভা।

শিক্ষা মন্ত্রণালয়,কোচিং ব্যবসা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close