• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘অক্টোবরের মধ্যে সুন্দরবন বনদস্যু মুক্ত করা হবে’

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৬:০৫
বরিশাল সংবাদদাতা

আগামী অক্টোবরের মধ্যে সুন্দরবন জলদস্যু-বনদস্যু মুক্ত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। মঙ্গলবার (১২ জুন) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, সর্বনাশা মাদকের ছোবলে সমাজ ক্ষতবিক্ষত হচ্ছে। এই ক্ষত সাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, আত্মসমর্পণ করা আড়াইশ’ জেলের সবাই আর্থিকভাবে অস্বচ্ছল। অথচ এই দস্যুরা শত শত জেলে অপহরণ করে মুক্তিপণ বাবদ লাখ লাখ টাকা আদায় করেছে। সেই টাকার সিংহভাগ কোথায় গেলো, কারা তাদের অস্ত্র-গুলি সরবরাহ করতো, কারা তাদের গহীন সুন্দরবনে খাদ্য ও রসদ সরবরাহ করতো, কারা বিকাশের মাধ্যমে টাকা আনতে, সহায়তা করতো, কারা তাদের দস্যুতা করতে বাধ্য করেছে সবকিছুই খতিয়ে দেখছে র‌্যাব। অভিযুক্ত কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারী দেন র‌্যাব মহাপরিচালক।

গত দুই বছরে সুন্দরবনের ২৩টি জলদস্যু গ্রুপের ২৪৩ জন সদস্য ৩৭৯টি অস্ত্র এবং ১৮ হাজার ৮০৪ রাউন্ড গুলিসহ র‌্যাবের কাছে কাছে আত্মসর্পণ করেছেন।

সুন্দরবন,বনদস্যু,র‌্যাব,বেনজির আহমেদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close