• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

এক মাসের মধ্যে হলি আর্টিসান মামলার চার্জশিট

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৫:৪৫ | আপডেট : ১২ জুন ২০১৮, ১৫:৪৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানী গুলশানের হলি আর্টসানে জঙ্গি হামলার মামলার চার্জশিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, মামলাটি একেবারেই শেষ প্রান্তে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে।

মঙ্গলবার (১২ জুন) দুপুরে মহাখালীর বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বাস মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

তিনি বলেন, হলি আর্টিসান মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় অত্যন্ত সচেতনার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। যার কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। মামলাটিতে কারা ইন্দনদাতা ও মদদদাতা ছিল তাদের শিকড় বের করতেই চার্জশিট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, এই মামলায় জড়িত অনেকেই বিভিন্ন অপারেশনে নিহতও হয়েছে। অনেককে আটকও করা হয়েছে। সবকিছু মিলে কাজটি যাতে সুষ্ঠু হয় সেই দিক লক্ষ করেই চার্জশিট দিতে একটু সময় লেগেছে। তবে আগামী এক মাসের মধ্যে চার্জশিট দেয়া হবে।

অভি

হলি আর্টিসান,মামলা,চার্জশিট,ডিএমপি কমিশনার,মো. আছাদুজ্জামান মিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close