• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউনাইটেড হাসপাতালে র‌্যাবের অভিযান

প্রকাশ:  ২১ মার্চ ২০১৮, ১৪:৪০ | আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৪:৫৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ল্যাবে মানহীন যন্ত্রপাতি রাখার অভিযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে র‌্যাব। একাধিক রোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করছে।

বুধবার দুপুরে শুরু হওয়া এ অভিযানের নের্তৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, বিভিন্ন সময় পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করছি। অভিযান চলছে, শেষ হলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

সম্পর্কিত খবর

    র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

    উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ল্যাবে রোগ নির্ণয়ের মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) ব্যবহার এবং ফার্মেসিতে প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় রাজধানীর অ্যাপোলো হাসপাতাল ও ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close