• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||

মার্কিন লেখক অ্যান্থনি বুরডেইনের আত্মহত্যা

প্রকাশ:  ০৯ জুন ২০১৮, ১৯:০৯ | আপডেট : ০৯ জুন ২০১৮, ১৯:১৭
নিজস্ব প্রতিবেদক

খ্যাতিমান মার্কিন লেখক অ্যান্থনি বুরডেইন আত্মহত্যা করেছেন। ফ্রান্সের একটি হোটেল কক্ষে শুক্রবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সম্পর্কিত খবর

    অ্যান্থনি বুরডেইন মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে সিএনএন জানিয়েছে, এই মৃত্যু দুঃখজনক। তার দুঃসাহসিক কাজ, নতুন বন্ধু, ভালো ভালো খাবার ও পানীয় এবং অসাধারণ গল্প বলা তাকে অনন্য করে তুলেছিল। তার প্রতিভা আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং আমরা তার অনুপস্থিতি অনুভব করবো। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

    সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার এক শোকবার্তায় কর্মীদের বলেন, টনি (অ্যান্থনি) শুধু তার কাজের জন্য না, তার যে আবেগ ছিল সে কারণে স্মরনীয় হয়ে থাকবেন।

    অ্যান্থনি বুরডেইন সিএনএন এর পুরষ্কার জয়ী সিরিজ ‘‘পার্টস আননোন’’ এর পরর্তী পর্বের জন্য ফ্যান্সে কাজ করছিলেন। তার নিকট বন্ধু ফ্রান্সের পাচক এরিক রিপার্ট শুক্রবার সকালে হোটেল কক্ষে তার মৃতদেহ দেখতে পান।

    অ্যান্থনি তার কারুশিল্পের জন্য বিখ্যাত ছিলেন। রান্না ঘর থেকে শুরু করে পরে তিনি গণমাধ্যম ব্যক্তিত্বে পরিণত হন। টিভি অনুষ্ঠান, বই দিয়ে তিনি মানুষের অবস্থা উন্মোচন করেছেন। তিনি খাবার, ভ্রমণ সম্পর্কে পাঠক-দর্শকদের ভিন্নভাবে চিন্তা করতে সহযোগিতা করেছেন।।

    মার্কিন লেখক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close