• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বইমেলায় জেসমিন মুন্‌নীর ভ্রমণগদ্য

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১০
পূর্বপশ্চিম ডেস্ক

এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে জেসমিন মুন্‌নীর ভ্রমণগদ্য ‘সুখী মানুষের দেশে’।

বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

সম্পর্কিত খবর

    ‘সুখী মানুষের দেশে’ গ্রন্থটি সম্পর্কে বইটির প্রকাশ জানিয়েছেন, জেসমিন মুন্‌নীর ভুটানে থাকার বাস্তব অভিজ্ঞতার ফসল এই বইটি। তিনি নৈপুণ্যের সঙ্গে বিদেশি চরিত্র ও আবহ বাংলা সাহিত্যে এনেছেন-তা অতুলনীয়। হালকা মেজাজে আড্ডার ঢঙে বর্ণনা করলেও ইতিহাস সম্পর্কে তার জ্ঞান সত্যি প্রশংসনীয়। এই গ্রন্থে মানুষের দর্শনীয়স্থানগুলো যেমন বর্ণনা দিয়েছেন, তেমনি তাদের খাবার, জীবনযাত্রা, আতিথেয়তা, সংস্কৃতি স্পষ্ট হয়ে ফুটে ওঠেছে। জেসমিন মুন্‌নী অনেক দেশ ভ্রমণ করেছেন। তাই তার লেখায় অনুরূপ বহুদর্শিতা ও নিবিড় অনুধ্যানের প্রতিফলন ঘটেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close