• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টেলিভিশন সংবাদচিত্র ধারণের কৌশল শেখার বই ‘বেসিক ভিডিও জার্নালিজম’

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৫
মাকসুদুল হক ইমু

টেলিভিশন এবং ভিজ্যুয়াল মাধ্যম অনেক তরুণের কাছেই প্রিয় মাধ্যম। তাদের অনেকে এটি পেশা হিসেবে নিতে আগ্রহী। তাদের কথা চিন্তা করেই অভিজ্ঞ টেলিভিশন চিত্র সাংবাদিক আল মাসুম সবুজ লিখেছেন ‘বেসিক ভিডিও জার্নালিজম’।

এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০১৮তে প্রতিভা প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত খবর

    টেলিভিশন সংবাদচিত্র ধারণ এবং ভিডিওগ্রাফির নানা কৌশল নিয়েই বইটি রচিত বলে জানান লেখক। চিত্র সাংবাদিকতা পেশায় দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন সময়ে আয়োজিত কর্মশালার তথ্য সমন্বয় করে এই বইটি লিখেছেন তিনি। সবুজ বলেন,”ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক বই পড়ি,বাজারে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং সাংবাদিকতা বিষয়ক অনেক বই থাকলেও ভিডিও জার্নালিজম বিষয়ক তেমন সমৃদ্ধ বই নাই। এটা অনুভব করেই তরুণদের জন্য বইটি লিখি। তরুণ যারা ভিডিওগ্রাফি বা সংবাদচিত্র ধারণ পদ্ধতি শিখতে আগ্রহী বইটি তাদের গাইডবুক হিসেবে কাজে দেবে।”

    উল্লেখ্য, অমর একুশে বইমেলার ৪৯৪/৪৯৫ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে।

    /এটিএম ইমু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close