• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নতুন পথ চলা

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৮, ১২:১০ | আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১২:১১
কাজী জুবেরী মোস্তাক

চলছে এ এক আজব খেলা

চারদিকে শুধুই মুখোশের মেলা ,

সম্পর্কিত খবর

    মানুষ খুঁজতে খুঁজতেই যাচ্ছে চলে বেলা ৷

    ব্যানার,ফেস্টুন,মানববন্ধনে

    দেখি কতশত স্লোগান ঝরে পড়ে ,

    আপন গৃহে তারাই দেখি নির্যাতনও করে ৷

    মানবতা সে শুধু কথার কথা

    রুগ্নতায় জরা জীর্ণ আজ মানবতা ,

    তবুও আশাবাদী ধ্বংস হবেই এ নগ্ন প্রথা ৷

    বন্ধ হোক এই আজব খেলা

    যাক'না ভেঙে ঐ মুখোশের মেলা ,

    আলোর পথে শুরু হোক নতুন পথচলা ৷

    ভেঙে যাক মানবতার রুগ্নতা

    মানুষে মানুষে ঘুঁচে যাক সব জড়তা ,

    মানুষ আর মানবতায় হয়ে উঠুক একাত্মা ৷

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close