• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘নির্বাচন এদেশের জনগণ ও রাজনৈতিক দলের ব্যাপার’

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ১৫:৩৯ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:৪৬
নিজস্ব প্রতিবেদক

এদেশের নির্বাচন এখানকার জনগণ ও রাজনৈতিক দলের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এর আগে, দুপুর ১টা ৫ মিনিটে বি চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি’তে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। এ সময় বিকল্পধারার প্রে‌সি‌ডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ভারতীয় প্র‌তি‌নি‌ধি দল‌কে স্বাগত জানান।

বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল।

/অ-ভি

ভারতীয় হাইকমিশনার,হর্ষ বর্ধন শ্রিংলা,নির্বাচন,বৈঠক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close